Friday, December 8, 2017

আমাদের  যুব সমাজ ধ্বংসের অনেক গুলো কারণ রয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারন হল আমাদের প্রবীণ সমাজ । আমাদের প্রবীণ সমাজের কিছু উদাসীন আচরণের জন্য আমাদের যুবসমাজ আজ ধ্বংসের মুখে। কিভাবে জানতে চান ? কিছু প্রবীণদের সামনে যখন একজন কিশোর ভুল কাজ করে তখন তারা কিশোরটির ভুলটি না শুধরিয়ে বরং ঠাট্রা বিদ্রুপ আর অপমান করে। তাতে হিতে আরও বিপরীত হয়। পরবর্তিতে ঐ প্রবীণগুলোর প্রতি কিশোরটির এক ধরনের রাগ সৃষ্টি হয় এবং এ কাজগুলো তার সামনে পুনরাবৃতি করতে আর দ্বিধা বোধ করেনা। তাছাড়া প্রবীণরা যখন যুবসমাজের সামনে নিজের স্বার্থের জন্য বা অন্য কারনে কোনো অন্যায় করে তাহলে পরবর্তি ঐ যুবসমাজের ছেলে মেয়ে গুলো ঐ অন্যায় ভুল গুলো করতে একটুও ভয় পাইনা । কেননা তারা এটা দেখে দেখেই শিখেছে। যখন কোনো কিশোরের সামনে একজন প্রবীণ মাদক গ্রহণ করে এবং পরবর্তিতে যদি ঐ প্রবীণের সামনে কিশোরটি মাদক গ্রহন করে তাহলে ঐ কিশোরকে কোনো কথা বলার মতো মুখ কি থাকবে প্রবীণের? তাই আমি জোর গলায় বলছি ভবিষ্যৎকে সুন্দর করার জন্য ভাল একটা যুবসমাজ গঠতে এখন থেকে সাবধান হও প্রবীণ। গড় সুন্দর বাংলাদেশ। নইতো সুন্দর বাংলাদেশ গড়ার  স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। এটা সম্পূর্ণ আমার মতামত। এখন আপনাদের মতামতের জন্য উপেক্ষা করছি।

No comments:

Post a Comment

মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।

 মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।🥰🥰 হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে ব...