Monday, January 22, 2018

.... আকাঙ্ক্ষা ও আত্নচিৎকার....
............ নাসিম
.
আমরা প্রতিনিয়ত কাওকে না কাওকে বিপদে পড়তে দেখছি। কেউ হয়তো এক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে কাকড়াচ্ছে। আমরা তাদের দেখেও না দেখার ভান করে চলে যায়। যদিও বা কাছে যায় তাহলে কোন রকম সাহায্য করিনা আইনী ঝামেলার জন্য।  বরং আমরা কি করি তৎক্ষনাত ছবি তোলে ফেইসবুকে আপলোড দেই। আচ্ছা বলুন তো আইনী জামেলাটা  বড় না একজন মানুষের প্রাণ বাঁচানোটা বড়??? একটিবার চোখ বন্ধ করে নিজেকে ওই রাস্তার ধারে পরে থাকা লোকটির জায়গায় কল্পনা করুন। দেখুন তো সে সময় আপনার মন একটু সহযোগীতা পাওয়ার জন্য কেমন ছটফট করে। চোখ দুটো কেমন অসহায় দৃষ্টিতে থাকে শুধু সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে আপনি কাওকে সহযোগিতা করছেননা কেন? আপনি যে এই পরিস্থিতিতে পড়বেন না তার কি কোন গ্যারান্টি আছে?? তখন যদি আপনার সাথেও এমনটা হয়?
শুধু এক্সিডেন্ট নয় অন্যের যে কোন বিপদে আমরা শুধু দাঁড়িয়ে উপভোগ করি। যদি আপনার সাথেও এমনটি হয় তখন কি করবেন?
তাই বলছি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে শিখুন। তাহলে আপনার বিপদের দিনে অন্যরা কৃতঞ্জতা বোধ থেকে হলেও পাশে এসে দাঁড়াবে.....

No comments:

Post a Comment

মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।

 মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।🥰🥰 হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে ব...