Saturday, April 21, 2018

সবারই বড় হয়ে কোনো না কোনো বড় কিছু হওয়ার স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে হতে চাই, কেউ টিচার হতে চাই, আরো কথা কি। মোটকথা সবারই প্রতিষ্ঠিত হওয়ার মতো ভাল একটা স্বপ্ন থাকে।
আমারও একটা স্বপ্ন আছে। যা আমি বড় হয়ে হতে চাই। আমি জানি আমার স্বপ্নের কথা শুনলে সকলেই হয়ত একটু অবাক হবেন। কারো আমি যা হওয়ার স্বপ্ন দেখি তা কারো কল্পনাতেই থাকে না। হবে তো দুরের কথা। এত কথা না বাড়িয়ে আমার স্বপ্নের কথাটা বলেই ফেলি। আমি গ্যাংস্টার হতে চাই। আমি সিরিয়াল কিলার হতে চাই। আমি অপরাধীদের সর্দার হয়ে চাই। কি অবাক হলেন নাকি??????
আমি বড় হয়ে বিশাল বড় একটা গ্যাং বানাব। দেশের সব শীর্ষ সন্ত্রাসীরা আমার আন্ডারে কাজ করবে। সবার সাথে দেশি বিদেশী সুপার ডুপার পিস্তল থাকবে।
প্রতিদিন রাত দুপুরে ট্রেনে বাসে ছিনতাই করব। আমার একটা নীতি থাকবে। সমাজের অবহেলিতরা যাতে আক্রমণে শিকার না হয়। সবার হাত দেখব। যাদের হাতে পরিশ্রমের ছাপ লেগে থাকবে তাদের কিছইু করব না। সকল ৫ তলা ওয়ালাদের মাথায় পিস্তল ঠিকিয়ে সব কিছু লুটে নিব। চোরাচালানকারীদের কাছ থেকে তাদের সব সম্পদ লুটে নিব। বড় লোকদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করব। লুটপাট করে প্রচুর টাকা জমাবো। তারপর সব টাকা দেশের গরীবদের মাঝে বিলিয়ে দেব।।।
আমি সিরিয়াল কিলার হওয়ার কথাও বলেছিলাম। কারন আমাদের দেশে প্রতিদিনেই কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। কিন্তু আমাদের প্রশাসন একটা ধর্ষককে ধরতেই বছরের পর বছর লাগিয়ে দেয়। আমি সকল ধর্ষককে বিনা নোটিশে হত্যা করব। সকল বোনদের মুখে হাসি ফুটাব। পৃথিবীকে নারীদের নিরাপদ আবাস বানিয়ে যাব। সকলকে স্বপ্ন দেখা শিখাব, নিজের অধিকারের জন্য লড়তে শিখাব। সকল অপরাধীরাই আমার ভয়ে ভীরু হয়ে থাকবে। র‍্যাব পুলিশ আমার কিছুই করতে পারবে না। কারন চারদিকেই আমার লোক ছড়ানো থাকবে। যদিও ধরে ফেলে আমার লোকেরা বোমা বাজি করে প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারিকে কিটন্যাপ করে আসব। কারন আমার গুরু তো রবিন হুড। হব মজলুমের বন্ধু, অপরাধীর জম। সবাই আমার স্বপ্ন পূরনের জন্য দোয়া করবেন। যাতে লন্ঠন হাতে সমস্ত অন্ধকার দূর করতে পারি।।।।।
...আসবে কি তুমি?..
..... নাসিম
.
আসবে কি তুমি
আমার এই শূন্য ভবে?
সাজিয়ে দিবে তা
তোমার মনের রঙে।
তোমার স্পর্শ পেয়ে
কেটে নিরবতা
আমার জীবন যদি
পাই সজীবতা!
নেবে কি তোমি আমার
এইটুকু  ভার?
হতে পারে এটাই
ইচ্চা স্রষ্টার।
কথা দিলাম তোমায়
রাখব মুড়িয়ে
আদর সোহাগ
আর ভালবাসা দিয়ে।
এনে দেব ফুল
গুচ্ছ তোমায়
গেঁথে দেব তা,
চুলেরও খোঁপায়!
দেখাব জ্যোৎস্না প্রতিরাতে
আমার বুকের মাঝে শুয়িয়ে...
হাঁটতে যাব প্রতি
সন্ধ্যা প্রভাতে
হয়ত ফাঁকা রাস্তায়
বা নদীর তীরে।
বেশি কিছু আর
করতে হবে না তোমার
শুধু আমায় ভালবাসো।
আমার মাথার সাদা চুল গুলি
একটু তোলে দিও,
সর্বপরি শুধু
আমায় ভালবেসো।
কে তুমি? কি নাম?
কি ধর্ম পরিচয়?
আমার কাছে এটা
মূখ্য বিষয় নয়।
কি হল? আসবে কি তুমি?
একটু ভেবে দেখ..
উৎসর্গ: যাকে করেছি সে বুঝলেই হল!

Friday, April 13, 2018

এসো হে বৈশাখ

কাল থেকে শুরু হচ্ছে ১৪২৫ বঙ্গাব্দ। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
নতুন বছর সবার খুব খুব ভাল কাটুক এই কামনা করি...

মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।

 মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।🥰🥰 হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে ব...