Saturday, April 21, 2018

...আসবে কি তুমি?..
..... নাসিম
.
আসবে কি তুমি
আমার এই শূন্য ভবে?
সাজিয়ে দিবে তা
তোমার মনের রঙে।
তোমার স্পর্শ পেয়ে
কেটে নিরবতা
আমার জীবন যদি
পাই সজীবতা!
নেবে কি তোমি আমার
এইটুকু  ভার?
হতে পারে এটাই
ইচ্চা স্রষ্টার।
কথা দিলাম তোমায়
রাখব মুড়িয়ে
আদর সোহাগ
আর ভালবাসা দিয়ে।
এনে দেব ফুল
গুচ্ছ তোমায়
গেঁথে দেব তা,
চুলেরও খোঁপায়!
দেখাব জ্যোৎস্না প্রতিরাতে
আমার বুকের মাঝে শুয়িয়ে...
হাঁটতে যাব প্রতি
সন্ধ্যা প্রভাতে
হয়ত ফাঁকা রাস্তায়
বা নদীর তীরে।
বেশি কিছু আর
করতে হবে না তোমার
শুধু আমায় ভালবাসো।
আমার মাথার সাদা চুল গুলি
একটু তোলে দিও,
সর্বপরি শুধু
আমায় ভালবেসো।
কে তুমি? কি নাম?
কি ধর্ম পরিচয়?
আমার কাছে এটা
মূখ্য বিষয় নয়।
কি হল? আসবে কি তুমি?
একটু ভেবে দেখ..
উৎসর্গ: যাকে করেছি সে বুঝলেই হল!

No comments:

Post a Comment

মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।

 মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।🥰🥰 হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে ব...