কেউ একজন যদি গাছে চড়তে চাই তাহলে নিচ থেকে কয়েকজন লোকে সর্বোচ্চ গাছের গোড়ার মোটা অংশটুকু ঠেলে পার করে দিতে পারে। বাকি অংশটুকু তাকে তার নিজের শক্তি আর মনোবল দ্বারাই চড়ে চড়ে পার করে গাছের উপরের অংশে ওঠতে হয়। উপরের অংশটুকু নিজে চড়ার ইচ্চা আর মনোবল না থাকলে নিচে থেকে হাজার লোকে ঠেলেও তাকে গাছের ঠগায় তোলতে পারবেনা। হাজার লোকেও তাকে সেই গোড়ার অংশটুকু টপকাতেই সাহায্য করতে পারবে।এর বেশি কিছুই করতে পারবেনা। আর এই নিজের ইচ্চা আর মনোবল না থাকলে তার কখনো গাছে চড়া হবেনা।
আমাদের নারীজাতি আর নারীবাদীদের হলো একই দশা! আমাদের নারীরা কখনো তাদের এই অবহেলার বেড়াজাল থেকে বেরুতে পারবেনা। কারন তারা নিজেদের পরিবর্তন করতে চাইনা।
নাদিয়া ইসলাম, তসলিমা নাসরিনদের মতো নারীবাদীরা শত চেষ্টার পরেও এই অবস্থার পরিবর্তন করতে পারবেনা। কারন তারা শুধু এই শৃঙখলে আবদ্ধ নারীদের গাছের গোড়া মোটা অংশ টপকানোর মতো মনে শৃঙখল ভাঙার রসদ জুগাতে পারবেন। এর বেশি কিছু পারবেন না। বাকিটুকু নিজেকেই করতে হবে একা বেয়ে বেয়ে গাছের ঠগায় ওঠার মতো।
হয়ত অনেক নারীরাই এখন শৃঙখল মুক্ত। কিন্তু সবার তুলনায় তা অতি নগন্য। যা উদাহরন বা বিশ্লেষণে ও পড়ে না।
আমি একটা কথা বলেছিলাম যে আমাদের দেশের নারীরা নিজেরায় পরিবর্তন হতে চাইনা। কারন তারা পরাধীনতাকেই ভালবেসে ফেলেছে। তাই স্বাধীনতার স্বাদ আর তাদের গ্রহণ করা হয়ে ওঠেনা। তারা পরাধীন থাকতে থাকতে তারাও যে ইচ্চা করলে বাঁধ ভাঙতে পারে একথা ভুলেই যায়।৷
আমাদের নারী জাতিকে যে রোগে দূর্বল করে রেখেছে তার নাম হল চক্ষু লজ্জ্বা। এই চক্ষুলজ্জার কারনেই নারী জাতিকে আজও এত ধবল সহ্য করতে হচ্ছে। নারীজাতির এই মুক্তির জন্য প্রথমেই তাকে চক্ষুলজ্জা পরিহার করতে হবে। চক্ষুলজ্জা পরিহার করার মানে এই নয় যে চোখে চোখ লাগিয়ে ঝগড়া করা, সকলের অবাধ্য হওয়া। চক্ষু লজ্জার পরিহার মানে হল নিজের মনের ইচ্চা ভাবনা কাওকে ভয় না পেয়ে তুলে ধরা, সত্য অকপটে বলা, নিজেদের প্রতি হওয়া বৈষম্য নিজেদেরই দূর করা। এই চক্ষুলজ্জার কারনে তারা না পারে ফ্যামিলিকে মনের ইচ্চা জানাতে, না পারে সমাজে নিজের ইচ্ছে মতো চলতে।
আজ আর বেশি কিছু বলবনা। শুধু এটুকুই বলি আমরা সবাই সমান।
বিঃদ্রঃ স্বাধীনতা মানে বেহেয়াপনা নয়, স্বাধীনতা মানে চারপাশ উজ্জল করা, নিজের মনের চিন্তা বাস্তবে রুপ দেওয়া।
Monday, September 3, 2018
নারীর মুক্তি ( পর্ব- ১)
Subscribe to:
Post Comments (Atom)
মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।
মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।🥰🥰 হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে ব...
-
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। এই দিনে এই মহান নেতার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি
-
শরৎতের এই অসহ্য গরমে কাঠফাটা রোদ্র মাথায় নিয়ে পথে প্রান্তরে, মাঠে ঘাটে তোমায় খুঁজে ফিরি সর্বস্থানে। পাবো কিনা দেখা তাও জানিনা ওগো আম...
-
_______অপরিচিতা ও আমি________ #প্রথম_পর্ব . গোধুলী বেলা। আমি একা একা আনমনে প্রতিদিনকার মতো ধানখেত গুলোর মধ্যে দিয়ে যাওয়া সবুজ ঘাসে আ...
No comments:
Post a Comment