Wednesday, April 8, 2020

আল্লাহ তোমাদের নালিশ গ্রহন করেছেন!


উটদের গুলি করে হত্যা করা হচ্ছে   

মানুষ, পাহাড়, নদী, সমুদ্র, পাখ পাখালি, বন, পশুপাখি জীবজন্তু, সবারই রব মহান আল্লাহতালা!

তিনি যেমন মানুষের দোয়া অগ্রাহ্য করেন না তেমনি তার বাকি সৃষ্টিকুলের দোয়াও অগ্রাহ্য করেন না!
সবার দোয়ায় তিনি কবুল করেন!

এই যে মানব জাতি পাহাড় ধ্বংস করছে নিশ্চয়ই পাহাড়েরা আল্লাহর কাছে নালিশ করেছিল আর সেই নালিশের বিচারে আল্লাহ এখন করছেন!

নদীতে ফেলা হচ্ছে জগতের সকল বর্জ্য!  এখানে-সেখানে বাধ দিয়ে, নদী ভরাট করে নদীর উপর যে অত্যাচার করা হয়েছিল, তখন নদী আল্লাহর কাছে  মানুষের বিরুদ্ধে করেছিল!  আল্লাহ সেই নদীর দোয়া কবুল করেছেন!

সমুদ্রে ভেসে আছে কোটি কোটি টন প্লাস্টিকের বর্জ্য ! জাহাজ থেকে নিষ্কাশিত  হচ্ছে তেল, দূষিত করছে পরিবেশ!সমুদ্রের প্রাণী শিকার করে সমুদ্রের বৈচিত্রতা নষ্ট করেছে সেই সমুদ্রের নালিশ ও আল্লাহ ফেলে দেননি!

বাড়িঘর, মিল কারখানা তৈরির জন্য মানুষ যেভাবে বন নিধন করছে সেই বনের নালিশ ও আল্লাহ ফেলে দেননি!

আর জীবজন্তুর উপর মানুষ কি পরিমান অত্যাচার করেছে তা আর বলার ভাষা রাখে না!  পাখি শিকার, পশু হত্যা,  আগুনে পুড়িয়ে মারা গুলি করে হত্যা,  এসব অবলা প্রাণিদের চোখের পানি আল্লাহ দেখেছেন!

তাই আজ পাহাড় সগৌরবে দাঁড়িয়ে আছে, নদী বয়ে চলেছে, পাখি মুক্ত হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, জীবজন্তুরা মুক্তভাবে চলাফেরা করছে শুধু সৃষ্টির সেরা জীব মানুষ আজ ঘর বন্দি! তাদের টাকা -পয়সা, অহংকার যশ খ্যাতি কিছুই আজ কাজে আসছেনা! 

হয়ত একদিন এই অবস্থার উন্নতি ঘটবে, মানুষ আবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে, তখন আবার তারা এই অবস্থা থেকে শিক্ষা না নিয়ে প্রকৃতির উপর আবার বর্বর হয়ে ওঠবে!


 ©নাসিম

No comments:

Post a Comment

মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।

 মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।🥰🥰 হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে ব...