আজ নাকি বিশ্ব ভালবাসা দিবস? আমি এই ভালবাসা দিবসকে কোন ভাবেই গ্রহণ করিনা।। কারন এই ভালবাসা দিবসের দিনেই ভালবাসার নামে কত অসামাজিক কাজ করা হয়। আচ্ছা ভালবাসা দিবস পালন করেন ঠিক আছে। কিন্তু এই দিন কি নিজের গালফেন্ডকে যেমন ভালবাসা দেখান অন্যদের কি তেমনি ভালবাসা দেখান? বাসের কন্টাক্টর ছেলেটি সাথে কি আপনি দূব্যবহার করেন না? কোন এক ক্ষুদার্ত ভিক্ষুক ১০ টাকার জায়গায় ১৫ টাকা ভিক্ষা চাইলে তখন কি তা আমরা তাদের দেই? তখন কোথায় থাকে আমাদের আজকের এই ভালবাসা দিবসের ভালবাসা।। এই ভালবাসা দিবসের ইতিহাসটাই বা জানে কয়জনে? রোমের সেইন্ট ভেলেন্টাস এই মানুষের ভালবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য ফাসির মঞ্চে জুলতেও দ্বিধাবোধ করেন নি। তিনি শুধু এই।একটা দিনে গার্লফেন্ডের সাথে ভালবাসা প্রকাশ করবে বলে জীবন দেয়নি বরং সারাটি জীবন সকল মানুষকে ভালবাসার জন্য জীবন দিয়েছেন!
Wednesday, February 14, 2018
Subscribe to:
Post Comments (Atom)
মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।
মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।🥰🥰 হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে ব...
-
কোলাহল আমার চিরকালেরই বিরক্তির কারন। তাই শহর থেকে মোটামোটি অনেকটা বেড়িয়ে হাটতে হাটতে গ্রামাঞ্চলের দিকে চলে গেলাম। মেঠোপথের ধার দিয়ে হাটতে হা...
-
শরৎতের এই অসহ্য গরমে কাঠফাটা রোদ্র মাথায় নিয়ে পথে প্রান্তরে, মাঠে ঘাটে তোমায় খুঁজে ফিরি সর্বস্থানে। পাবো কিনা দেখা তাও জানিনা ওগো আম...
-
ক্ষণিকের জন্য আসি আমি তোমাদের সবার জীবনে আবার ঠিক চলে যাই তোমার স্বার্থ মিটিলে তোমাদের মাঝে আসা যাওয়ায় মোর জীবন করেছি দান এর মাঝেই গ...
Share plz
ReplyDelete