অতিথি সংস্কৃতির আগমণ ও আমাদের মাঝে তার প্রভাব অতিরিক্ত ভাবে প্রভাবিত করার ফলে আমাদের নিজস্ব সংস্কৃতি মরি মরি অবস্থা।
কুপি বাতির তেল যেমন শেষ হয়ে গেলে তার শিখা ধীরে ধীরে নিবে যেতে থাকে তেমনি অতিথি সংস্কৃতির প্রভাবের কারনে আমাদের নিজস্ব সংস্কৃতির বেহাল দশা।
আমরা ভুলে যাচ্ছি যে আমাদের ঝুলিতে আছে এক গৌরবান্বিত ইতিহাস, আছে নিজস্ব শ্রুতিমধুর ভাষা, আমাদের দেশে বার মাসে তেরটি প্রাবন হয়। আছে পহেলা ইবৈশাখ, বই মেলা, পৌষ মেলা, নবান্ন সহ কত মধুর উৎসব। কিন্তু আমরা এসব ছেড়ে যত আজাইরা বিদেশী অনুষ্ঠান নিয়ে ব্যস্ত।
আমরা এটা কেন মানতে চাই না যে শুট বুট আর টাই আমাদের সম্মান বাড়াতে পারবে না। এতে আমাদের কোনো গৌরব নেই। আমাদের সম্মান তো নিহিত আছে ঐ লুঙ্গি, ধুতি আর পাঞ্জাবির মাঝে। আমাদের রমনীদের আসল সৌন্দর্য ঐ টিজ, লেহেঙ্গা, প্লাজু আর হাই হিলে না। তাদের আসল সৌন্দর্য তো শাড়ীতেই ফুটে ওঠে।
আমাদের মুখের স্বাদ তো বার্গার, চাইনিজের মধ্যে না। স্বাদ তো ঐ দুধ চিতল, ভাপা, আর রসের পিঠার মাঝে।
আমাদের মনের ভাব তো জাস্টিন বিভার, শাকিরার গানে প্রকাশ পায় না। আমাদের মনের ভাব তো প্রকাশ পায় রবীন্দ্রনাথ, নজরুল, হাসনরাজা, আর লালনের গানে।।।
আমরা চাইলে অনেক কিছু করতে পারি। কিন্তু সেই ইচ্ছা শক্তির যে বড়ই অভাব।
আচ্ছা আমরা বাঙালিরা এমন কেন???????????
কুপি বাতির তেল যেমন শেষ হয়ে গেলে তার শিখা ধীরে ধীরে নিবে যেতে থাকে তেমনি অতিথি সংস্কৃতির প্রভাবের কারনে আমাদের নিজস্ব সংস্কৃতির বেহাল দশা।
আমরা ভুলে যাচ্ছি যে আমাদের ঝুলিতে আছে এক গৌরবান্বিত ইতিহাস, আছে নিজস্ব শ্রুতিমধুর ভাষা, আমাদের দেশে বার মাসে তেরটি প্রাবন হয়। আছে পহেলা ইবৈশাখ, বই মেলা, পৌষ মেলা, নবান্ন সহ কত মধুর উৎসব। কিন্তু আমরা এসব ছেড়ে যত আজাইরা বিদেশী অনুষ্ঠান নিয়ে ব্যস্ত।
আমরা এটা কেন মানতে চাই না যে শুট বুট আর টাই আমাদের সম্মান বাড়াতে পারবে না। এতে আমাদের কোনো গৌরব নেই। আমাদের সম্মান তো নিহিত আছে ঐ লুঙ্গি, ধুতি আর পাঞ্জাবির মাঝে। আমাদের রমনীদের আসল সৌন্দর্য ঐ টিজ, লেহেঙ্গা, প্লাজু আর হাই হিলে না। তাদের আসল সৌন্দর্য তো শাড়ীতেই ফুটে ওঠে।
আমাদের মুখের স্বাদ তো বার্গার, চাইনিজের মধ্যে না। স্বাদ তো ঐ দুধ চিতল, ভাপা, আর রসের পিঠার মাঝে।
আমাদের মনের ভাব তো জাস্টিন বিভার, শাকিরার গানে প্রকাশ পায় না। আমাদের মনের ভাব তো প্রকাশ পায় রবীন্দ্রনাথ, নজরুল, হাসনরাজা, আর লালনের গানে।।।
আমরা চাইলে অনেক কিছু করতে পারি। কিন্তু সেই ইচ্ছা শক্তির যে বড়ই অভাব।
আচ্ছা আমরা বাঙালিরা এমন কেন???????????
No comments:
Post a Comment