Wednesday, January 12, 2022

মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।

 মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।🥰🥰

হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ

"চোখে চোখ রেখে কথা বলবে,

"Eye contact is very important"

"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"

"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"

"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"

"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?" "মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।" "মেয়েরা, 'না' বলতে শিখবে।"

"The world is burning and someone is pouring petrol in it"

"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”

"নারী হলো আল্লাহর সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো আল্লাহর ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"

"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'Sex' ।"

"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।" "মনে রাখবে কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা" "পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা"

"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"

"মেয়েরা মনকে রংগীন করবে, বিআরটিসির লাল বাসের মতো"

"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটাও দেখিনি।' বরং ভালোবেসে বলবে 'তোমার মত মানুষ আমি আর একটাওওও দেখিনি। সব মানুষ যদি তোমার মন মত হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।"

"মেয়েরা, যেখানেই যাবে রানীর মতো থাকবে৷ তুমি যদি ঘরের গৃহিণী ও হও, সেখানেও রানীর মতো থাকবে" "মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান কারন তোমার একটা জঠোর আছে"

"তোমার একটা 'হ্যাঁ'/'না' তোমার জীবন বদলে দিতে পারে।

"মেয়েরা তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মত বড় হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেন্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট অাছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক সে সবাইকে বলে, হ্যাঁ সিট অাছে। সে সবাইকে বাসে টেনে তোলে। জায়গা করে দেয়। কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মত উদার করবে।

"আর একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।"

"no news is good news"

"Good luck bad luck, who knows?

Only God knows"

"মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না। সস্তা বানিয়ে ফেলো না" "তোমরা যেখানেই যাও না কেন, Be an assets" "তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো। "আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে- I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world."

"রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রাণী।

"Don't be so expensive, Don't be so cheap!

"মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে। ভালো' শব্দটা 'ভালোবাসা'-র অর্ধেক, তাই যা কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।

আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না। কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, সুভাষ ছড়াবে😍


Wednesday, April 8, 2020

আল্লাহ তোমাদের নালিশ গ্রহন করেছেন!


উটদের গুলি করে হত্যা করা হচ্ছে   

মানুষ, পাহাড়, নদী, সমুদ্র, পাখ পাখালি, বন, পশুপাখি জীবজন্তু, সবারই রব মহান আল্লাহতালা!

তিনি যেমন মানুষের দোয়া অগ্রাহ্য করেন না তেমনি তার বাকি সৃষ্টিকুলের দোয়াও অগ্রাহ্য করেন না!
সবার দোয়ায় তিনি কবুল করেন!

এই যে মানব জাতি পাহাড় ধ্বংস করছে নিশ্চয়ই পাহাড়েরা আল্লাহর কাছে নালিশ করেছিল আর সেই নালিশের বিচারে আল্লাহ এখন করছেন!

নদীতে ফেলা হচ্ছে জগতের সকল বর্জ্য!  এখানে-সেখানে বাধ দিয়ে, নদী ভরাট করে নদীর উপর যে অত্যাচার করা হয়েছিল, তখন নদী আল্লাহর কাছে  মানুষের বিরুদ্ধে করেছিল!  আল্লাহ সেই নদীর দোয়া কবুল করেছেন!

সমুদ্রে ভেসে আছে কোটি কোটি টন প্লাস্টিকের বর্জ্য ! জাহাজ থেকে নিষ্কাশিত  হচ্ছে তেল, দূষিত করছে পরিবেশ!সমুদ্রের প্রাণী শিকার করে সমুদ্রের বৈচিত্রতা নষ্ট করেছে সেই সমুদ্রের নালিশ ও আল্লাহ ফেলে দেননি!

বাড়িঘর, মিল কারখানা তৈরির জন্য মানুষ যেভাবে বন নিধন করছে সেই বনের নালিশ ও আল্লাহ ফেলে দেননি!

আর জীবজন্তুর উপর মানুষ কি পরিমান অত্যাচার করেছে তা আর বলার ভাষা রাখে না!  পাখি শিকার, পশু হত্যা,  আগুনে পুড়িয়ে মারা গুলি করে হত্যা,  এসব অবলা প্রাণিদের চোখের পানি আল্লাহ দেখেছেন!

তাই আজ পাহাড় সগৌরবে দাঁড়িয়ে আছে, নদী বয়ে চলেছে, পাখি মুক্ত হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, জীবজন্তুরা মুক্তভাবে চলাফেরা করছে শুধু সৃষ্টির সেরা জীব মানুষ আজ ঘর বন্দি! তাদের টাকা -পয়সা, অহংকার যশ খ্যাতি কিছুই আজ কাজে আসছেনা! 

হয়ত একদিন এই অবস্থার উন্নতি ঘটবে, মানুষ আবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে, তখন আবার তারা এই অবস্থা থেকে শিক্ষা না নিয়ে প্রকৃতির উপর আবার বর্বর হয়ে ওঠবে!


 ©নাসিম

Sunday, October 27, 2019

Md Nasim Mia Joy's Photos.



Nasim and his cute brother Nowshad!





Friday, November 2, 2018

_______‌অ‌‌পরিচিতা ও আমি________
#প্রথম_পর্ব
.

গোধুলী বেলা। আমি একা একা আনমনে প্রতিদিনকার মতো ধানখেত গুলোর মধ্যে দিয়ে যাওয়া সবুজ ঘাসে আবৃত সরু  মেঠো পথটা ধরে হাটছিলাম। আমার রীতিমতো একটা অভ্যাস যে হাঁটার সময় এদিক ওদিক চেখে দেখা, আর পাখি দেখলেই তাদের কন্ঠ নকল করার বৃথা চেস্টা। তো সেদিনও আমি শিস বাজাতে বাজাতে এদিক ওদিক চেয়ে চেয়ে যাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে একটা পোকা এসে আমার চোখে পড়ে গেলো। ফাঁকা রাস্তা,  চারপাশের কেউ নেই যে যাকে বলতে পারব যে চোখ থেকে পোকাটা বের করে দিতে।  তাই আমি কাওকে না পেয়ে চোখের অসম্ভব জ্বালাতন নিয়েই দৌড়াতে শুরু করে দিলাম। চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝড়ছে আর আমি দৌড়াচ্ছি।  হঠাৎ দেখলাম কে যেন রাস্তা দিয়ে হেঁটে আসছে।
‌‌:  এই যে শুনুন!
: হ্যাঁ বলুন।  (বিরক্তির স্বরে)
: দেখেন তো আমার চোখে কি পড়েছে?
 :  ও আচ্চা।  (মধুর স্বরে)।  মাথা নিচু করুন আর হাত দিয়ে চোখটাকে ভাল ভাবে ধরুন।
  : আচ্চা।
: আপনার চোখে তো একটা বিষাক্ত পোকা পড়েছে। দাঁড়ান আমি বের করে দিচ্ছি!
,
ও এই কথা বলতে বলতে ওর ওড়নার কোণা দিয়ে আমার চোখ থেকে ধীরে ধীরে মনে হচ্ছিল যেন পরম মমতায়  পোকাটা বের করে দিল। তারপর ও আমার চোখে হালকা ফুঁ দিয়ে বলল " দেখেন এখন ঠিক আছে কিনা?"
ও যখন আমার চোখে ফুঁ দিয়েছিল তখন আমি আড়চোখে চেয়ে ছিলাম তার মুখের দিকে।
দেখছিলাম ঐ ঠোট জোড়া দিয়ে কত অজানা মমতায় ফুঁ দিচ্ছে আমার চোখে।

ও বলল-
: এখন ঠিক আছে?
: হুম। ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
:  ঠিক আছে। আচ্চা আমি এখন যাই। ( সে মিস্টি একটা হাসি দিয়ে চলে গেল)
: আচ্চা। ভালো থাকবেন।
আমি তখনো সেখানে দাঁড়িয়ে ছিলাম আর তার    চলে যাওয়া চেয়ে চেয়ে দেখলাম। 
কিন্তু ওনার নামটা কি তা জানা হলোনা।  দূর!
.
আরো পর্ব আসছে....

Tuesday, October 2, 2018

Read my thoughts on @YourQuoteApp at https://yq.app.link/AmRcv3ygGQ

#secondquote #emotions  #emotionalquotes #lovequotes
#reality #neverforget #forever 

Monday, September 3, 2018

নারীর মুক্তি ( পর্ব- ১)

কেউ একজন যদি গাছে চড়তে চাই তাহলে নিচ থেকে কয়েকজন লোকে সর্বোচ্চ গাছের গোড়ার মোটা অংশটুকু ঠেলে পার করে দিতে পারে। বাকি অংশটুকু তাকে তার নিজের শক্তি আর মনোবল দ্বারাই চড়ে চড়ে পার করে গাছের উপরের অংশে ওঠতে হয়। উপরের অংশটুকু নিজে চড়ার ইচ্চা আর মনোবল না থাকলে নিচে থেকে হাজার লোকে ঠেলেও তাকে গাছের ঠগায় তোলতে পারবেনা। হাজার লোকেও তাকে সেই গোড়ার অংশটুকু টপকাতেই সাহায্য করতে পারবে।এর বেশি কিছুই করতে পারবেনা। আর এই নিজের ইচ্চা আর মনোবল না থাকলে তার কখনো গাছে চড়া হবেনা।
আমাদের নারীজাতি আর নারীবাদীদের হলো একই দশা! আমাদের নারীরা কখনো তাদের এই অবহেলার বেড়াজাল থেকে বেরুতে পারবেনা। কারন তারা নিজেদের পরিবর্তন করতে  চাইনা।
নাদিয়া ইসলাম, তসলিমা নাসরিনদের মতো নারীবাদীরা শত চেষ্টার পরেও এই অবস্থার পরিবর্তন করতে পারবেনা। কারন তারা শুধু এই   শৃঙখলে আবদ্ধ নারীদের গাছের গোড়া মোটা অংশ টপকানোর মতো মনে শৃঙখল ভাঙার রসদ জুগাতে পারবেন। এর বেশি কিছু পারবেন না। বাকিটুকু নিজেকেই করতে হবে একা বেয়ে বেয়ে গাছের ঠগায় ওঠার মতো।
হয়ত অনেক নারীরাই এখন শৃঙখল মুক্ত। কিন্তু সবার তুলনায় তা অতি নগন্য।  যা উদাহরন বা বিশ্লেষণে ও পড়ে না।
আমি একটা কথা বলেছিলাম যে আমাদের দেশের নারীরা নিজেরায় পরিবর্তন হতে চাইনা। কারন তারা পরাধীনতাকেই ভালবেসে ফেলেছে। তাই স্বাধীনতার স্বাদ আর তাদের গ্রহণ করা হয়ে ওঠেনা। তারা পরাধীন থাকতে থাকতে তারাও যে ইচ্চা করলে বাঁধ ভাঙতে পারে একথা ভুলেই যায়।৷ 
আমাদের নারী জাতিকে যে রোগে দূর্বল করে রেখেছে তার নাম হল চক্ষু লজ্জ্বা।  এই চক্ষুলজ্জার কারনেই নারী জাতিকে আজও এত ধবল সহ্য করতে হচ্ছে। নারীজাতির এই মুক্তির জন্য প্রথমেই তাকে চক্ষুলজ্জা পরিহার করতে হবে। চক্ষুলজ্জা পরিহার করার মানে এই নয় যে চোখে চোখ লাগিয়ে ঝগড়া করা, সকলের অবাধ্য হওয়া।  চক্ষু লজ্জার পরিহার মানে হল নিজের মনের ইচ্চা ভাবনা কাওকে ভয় না পেয়ে তুলে ধরা, সত্য অকপটে বলা, নিজেদের প্রতি হওয়া বৈষম্য নিজেদেরই দূর করা। এই চক্ষুলজ্জার কারনে তারা না পারে ফ্যামিলিকে মনের ইচ্চা জানাতে, না পারে সমাজে নিজের ইচ্ছে মতো চলতে।
আজ আর বেশি কিছু বলবনা। শুধু এটুকুই বলি আমরা সবাই সমান।
বিঃদ্রঃ স্বাধীনতা মানে বেহেয়াপনা নয়, স্বাধীনতা মানে চারপাশ উজ্জল করা, নিজের মনের চিন্তা বাস্তবে রুপ দেওয়া।

Monday, August 20, 2018

পাব কি দেখা?

শরৎতের এই অসহ্য গরমে
কাঠফাটা রোদ্র মাথায় নিয়ে
পথে প্রান্তরে,  মাঠে ঘাটে
তোমায় খুঁজে ফিরি সর্বস্থানে। 
পাবো কিনা দেখা তাও জানিনা
ওগো আমার প্রিয় অপরিচিতা!!!

মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।

 মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন।🥰🥰 হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে ব...